News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৯, ৯ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:০১, ৯ নভেম্বর ২০২৫

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না নামলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। 

বাণিজ্য উপদেষ্টাবলেন, সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি দেখা যায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে থাকে এবং সহনীয় পর্যায়ে না আসে, তবে আমদানির ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। হঠাৎ এমন ঊর্ধ্বগতিতে বাজার তদারকির অভাব ও ব্যবসায়ী সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা।

আরও পড়ুন: জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর নতুন সরকারি বেতন কাঠামো

বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজার স্বাভাবিক রাখতে সীমিত পরিমাণ পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। কমিশনের মতে, প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেশে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি দেখা দেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়