টাঙ্গাইল-৪ আসনে বেনজির টিটোকে মনোনয়ন না দেয়ায় নেতাকর্মীর মাঝে হতাশা
বেনজির আহমেদ টিটো। ছবি: নিউজবাংলাদেশ
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন আলোচিত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বেনজির আহমেদ টিটো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলটি থেকে টাঙ্গাইল—৪ (কালিহাতী) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন আলোচিত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বেনজির আহমেদ টিটো।
যদিও এ আসনে ব্যবসায়ী লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেয়ায়, তৃণমূলের নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। এ আসনে অন্তত ছয় প্রার্থী মনোনয়ন চাইলেও ধারণা করা হচ্ছিলো বেনজির আহমেদ টিটোই মনোনয়ন পাবেন।
কিন্তু তাকে মনোনয়ন না দেয়ায় হতাশ হয়েছেন তার সমর্থকরা। এরপরও বিদ্রোহী কোন কর্মকাণ্ড করতে না দিয়ে নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়েছেন বেনজির আহমেদ টিটো।
গুঞ্জন রয়েছে, গত ১৫ বছর নেতাকর্মীদের কোন খোঁজ খবর রাখেননি লুৎফর রহমান মতিন। তাকে মনোনয়ন দেয়ায় নির্যাতিত নিপীড়িত তৃণমূলের নেতাকর্মীরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
বিভিন্ন সূত্র বলছে, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত টাঙ্গাইল—৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন বেনজির আহমেদ টিটো। দীর্ঘদিন যাবত বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে নিয়মিত এলাকায় গণসংযোগসহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন তিনি। বিগত আওয়ামীলীগ আমলে নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর রাখা, তাদের পাশে দাঁড়ানো ও সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বেনজির আহমেদ টিটো।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মী জানান, এলাকায় বেনজির আহমেদ টিটোর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এ আসনে বেনজির আহমেদ টিটো পরিবর্ততে অন্য কাউকে দলীয় প্রার্থী করলে ভরাডুবি ছাড়া কোনো রেজাল্ট হবে না।
নাম প্রকাশ না করার শর্তে বেনজির আহমেদ টিটোর এক অনুসারী বলেন, ‘কালিহাতীতে বেনজির আহমেদ টিটোকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আমরা আন্দোলন করবো। প্রয়োজন হলে অন্য চিন্তা করবো।’
মনোনয়ন পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলনেও পরিকল্পনা আছে বলে মনে করছে সমর্থকরা। এ সময় কালিহাতী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেকেই মনক্ষুন্ন হয়ে পড়েছে বলে জানান।
আরও পড়ুন: বিএনপির বহিষ্কৃত নেতা-প্রার্থীর শোডাউন ঘিরে সাঘাটায় ১৪৪ ধারা
এ বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বেনজির আহমেদ টিটো বলেন, এখনো চুড়ান্ত মনোনয়ন হয়নি। তাই নেতাকর্মীরা শান্ত রয়েছে। দল বিবেচনা করে আগামীতে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিবে বলে আশা করছি। আমার নির্বাচনী এলাকায় কোন প্রকার বিদ্রোহী আন্দোলন করতে দেয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








