টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে স্টেশন রোডের মিলগেট এলাকায় গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কালো ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। স্থানীয়রা প্রথমে নিজেরা নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন: নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, “আগুন নিয়ন্ত্রণে আমাদের সাতটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আসছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








