শেখ হাসিনা-আ. লীগ নিয়ে দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “শেখ হাসিনা–আওয়ামী লীগ নিয়ে এখন সব রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে।”
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, 'শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন- এটা কি সম্ভব?'
তিনি আরও বলেন, 'এখন যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই সিদ্ধান্ত নেবে।'
জুলাই চার্টার নিয়ে সমালোচনার জবাবে প্রেস সচিব বলেন, 'অনেকে বলেন, জুলাই চার্টার তৈরি করতে কৃষক, নারী ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়নি। তাহলে রাজনৈতিক দলগুলো কি এসব মানুষের প্রতিনিধিত্ব করে না?'
তিনি যোগ করেন, 'জুলাই চার্টারে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচনের পর প্রয়োজনে নতুন সংলাপ হতে পারে।'
আরও পড়ুন: অবশেষে টিটিপাড়ায় চালু হলো ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জানিয়ে শফিকুল আলম বলেন, 'প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সবাই কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।'
নিউজবাংলাদেশ.কম/এসবি








