News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৯, ৭ নভেম্বর ২০২৫

জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল

জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজারে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হয় বলে উল্লেখ করেছে দলটি। সেই বিপ্লবের ফলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন।

বিএনপি জানায়, জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিকাল থেকে সফলভাবে দেশকে উত্তরণ ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং উন্নয়ন-উৎপাদনভিত্তিক রাজনীতির সূচনা করেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে গাঁজা-মদ বন্ধ হয়েছে, ডালের ঘনত্ব বেড়েছে: ডা. তাহের

দিবসটি উপলক্ষে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টার দিকে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মীরা শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়