News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৯, ৫ নভেম্বর ২০২৫
আপডেট: ১১:২০, ৫ নভেম্বর ২০২৫

নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি

নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি

জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। তিনি শহরটির ইতিহাসে প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি যিনি নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পেয়ে নতুন দিগন্ত উন্মোচন করলেন মামদানি।

মামদানি নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেন। তিনি ‘সাশ্রয়ী জীবনযাপন’ এই মূল বার্তা নিয়ে নির্বাচনে অংশ নেন এবং নিউইয়র্কবাসীর আস্থা অর্জন করেন।

তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের শেষ মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুয়োমোকে সমর্থন দিলেও তা উল্টো ফল বয়ে আনে। কুয়োমোর অনেক পুরনো সমর্থকও এবার মামদানীর পক্ষে ভোট দেন।

নির্বাচনের পর ব্রঙ্কসের বাসিন্দা জোশুয়া উইলসন বলেন, “ট্রাম্প যুগের পর রাজনীতি আরও বিভক্ত হয়ে পড়েছিল। মামদানী এক নতুন কণ্ঠ হিসেবে আশা জাগিয়েছে।”

মামদানীর নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে- বিনামূল্যে বাস সেবা, সার্বজনীন শিশু যত্ন এবং ভাড়ার সীমা নির্ধারণ। তিনি জানিয়েছেন, বড় কর্পোরেশন ও ধনীদের ওপর কর বাড়িয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে অন্তত ২৬ জনের মৃত্যু

তবে নতুন মেয়রের সামনে চ্যালেঞ্জও কম নয়- মধ্যপন্থী ভোটারদের সমর্থন ধরে রাখা এবং প্রগতিশীলদের প্রত্যাশা পূরণ- দুই দিকই সামলাতে হবে তাকে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়