স্বরাষ্ট্র-পররাষ্ট্র অনুমতি দিলে জাকির আসবেন: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ধর্ম মন্ত্রণালয়ের নয়। বিদেশি অতিথিদের আগমন সংক্রান্ত বিষয় দেখভাল করে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার পছন্দ-অপছন্দ বা সম্মতি-অসম্মতির চেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারি সিদ্ধান্ত। যদি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দেয়, তাহলে তিনি (জাকির নায়েক) আসতে পারবেন।”
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “জাকির সাহেবকে আনতে আগ্রহী একটি দল আমাদের সঙ্গে দেখা করেছে। আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, এটা আমার এখতিয়ারে পড়ে না। বিদেশি কোনো অতিথি এলে সেটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই ডিল করে।”
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য আমাদের নজরে এসেছে। তিনি বলেন, “আমরাও বিশ্বাস করি, অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”
সবকিছু ঠিক থাকলে ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে তার আগমন নিয়ে ভারত ইতোমধ্যে আপত্তি জানিয়েছে।
আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের পর ইজতেমা: ধর্ম উপদেষ্টা
গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রাখবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








