News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৬, ৩ নভেম্বর ২০২৫

ডিপফেইক শনাক্তে ইউটিউবের নতুন টুল ‘লাইকনেস ডিটেকশন’

ডিপফেইক শনাক্তে ইউটিউবের নতুন টুল ‘লাইকনেস ডিটেকশন’

ছবি: সংগৃহীত

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ডিপফেইক ভিডিও শনাক্ত ও অপসারণে ‘লাইকনেস ডিটেকশন’ নামে নতুন একটি টুল চালু করেছে। এর মাধ্যমে এআই-নির্মিত নকল মুখচিত্রযুক্ত ভিডিও শনাক্ত করা যাবে এবং ব্যবহারকারীরা চাইলে তা মুছে ফেলার আবেদন করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সদস্যদের জন্য পরীক্ষামূলকভাবে টুলটি চালু করা হয়েছে। এতে অংশ নিতে ব্যবহারকারীদের সরকারি পরিচয়পত্র ও ভিডিও সেলফি জমা দিতে হবে, যাতে ইউটিউব তাদের মুখমণ্ডলের রেফারেন্স হিসেবে তথ্য সংগ্রহ করতে পারে।

‘লাইকনেস ডিটেকশন’ টুলটি ইউটিউবের কনটেন্ট আইডি সিস্টেমের মতো কাজ করবে। এটি ভিডিও স্ক্যান করে কারও মুখ এআই দিয়ে পরিবর্তন করা হয়েছে কি না তা শনাক্ত করবে। তবে এই টুল শুধু মুখভিত্তিক ডিপফেইক শনাক্ত করতে সক্ষম, স্বর পরিবর্তন শনাক্ত করতে পারবে না।

আরও পড়ুন: ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন যেসব অ্যাপে

ওপেনএআইয়ের সোরা ২-এর মতো উন্নত ভিডিও জেনারেশন টুল সহজলভ্য হয়ে যাওয়ায় ডিপফেইকের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় ইউটিউবের এই নতুন উদ্যোগকে অনেকে অনলাইন নিরাপত্তা ও ব্যবহারকারীর সুরক্ষা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়