News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩১, ৩ নভেম্বর ২০২৫

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গারেড্ডি জেলার শেভেলা মন্ডলে এ দুর্ঘটনা ঘটেছে ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাজ্য পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের প্রভাবে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের ওপর পড়ে, যার ফলে বহু মানুষ হতাহতের শিকার হন।

বাসটিতে ছিল ৪০ জন যাত্রী, যারা মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর আহত যাত্রীদের বাসের ভিতর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১০, আহত ২৬০

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। তিনি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।
এর আগে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে গত শনিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হন। মাত্র দুইদিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়