News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৯, ২ নভেম্বর ২০২৫

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, ৯ যাত্রী গুরুতর আহত

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, ৯ যাত্রী গুরুতর আহত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (০১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ পরিবহন পুলিশের তথ্য অনুযায়ী, ট্রেনটি ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রস স্টেশনের উদ্দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রওনা দিয়েছিল। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট পর, হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছালে একাধিক যাত্রীকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু হয়।

পুলিশ জানায়, ঘটনায় মোট ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। সবাইকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ট্রেনটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পরপরই ব্রিটিশ পরিবহন পুলিশের বিশেষ ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায় এবং দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। হামলার কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে স্থানীয় পুলিশ, ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এবং সন্ত্রাসবিরোধী ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিন্টেনডেন্ট ক্রিস কেসি বলেন, আমরা দ্রুত তদন্ত চালাচ্ছি, কী ঘটেছে তা নির্ধারণে কিছুটা সময় লাগবে। এই পর্যায়ে ঘটনার কারণ নিয়ে কোনো অনুমান করা ঠিক হবে না।

একজন প্রত্যক্ষদর্শী যাত্রী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছে পৌঁছালো, তখন আমার কামরায় এক রক্তাক্ত ব্যক্তি ঢুকলেন। তিনি টলতে টলতে এসে বললেন, ‘তাদের কাছে ছুরি আছে, আমাকে ছুরি মেরেছে।’ বলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানতে পারি আরও কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

অন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিবহন পুলিশের দল ট্রেনে অভিযান চালায় এবং হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়।

ক্যাম্ব্রিজশায়ার পুলিশ এক বিবৃতিতে বলেছে, এটি একটি ভয়াবহ ও উদ্বেগজনক ঘটনা। যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হামলার উদ্দেশ্য ও পটভূমি জানতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি।

ঘটনার কারণে হান্টিংডন স্টেশনের আশপাশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং লন্ডনের কিংসক্রসগামী ট্রেনসেবা আংশিকভাবে বিঘ্নিত হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে “অত্যন্ত উদ্বেগজনক ও ভয়াবহ” বলে মন্তব্য করেছেন। 

তিনি এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে বলেন, হান্টিংডনের কাছে ট্রেনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাটি গভীরভাবে উদ্বেগজনক। আহত সকলের প্রতি আমার সহমর্মিতা রইল এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় জরুরি সেবা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এলাকায় অবস্থানরত সবাইকে পুলিশি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।

রবিবার এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ও ক্যাম্ব্রিজশায়ার পুলিশ জানায়, তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে এবং সন্ত্রাসবিরোধী ইউনিটও সহায়তা করছে। এখন পর্যন্ত হামলাটি সংগঠিত অপরাধ নাকি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স জানিয়েছে, ঘটনাটিকে “মেজর ইনসিডেন্ট” হিসেবে ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা “জীবন-ঝুঁকিপূর্ণ” বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সূত্র: বিবিসি, স্কাই নিউজ, রয়টার্স, এপি

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়