News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ১ নভেম্বর ২০২৫
আপডেট: ০৮:৪৪, ১ নভেম্বর ২০২৫

জাতীয় ছাত্রশক্তির ভাপতি জাহিদ, সম্পাদক বাকের

জাতীয় ছাত্রশক্তির ভাপতি জাহিদ, সম্পাদক বাকের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্তির মধ্য দিয়ে নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছ- এতে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মহির আলম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে সংগঠনটি প্রশ্নের মুখে পড়ে এবং গত ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিলুপ্ত বাগছাসের নেতৃত্বে থাকা নেতারাই পরবর্তীতে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে নতুন সংগঠন গঠন করেন, যা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

পূর্বে বাগছাসের আহ্বায়ক ছিলেন আবু বাকের মজুমদার- নতুন সংগঠনে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। অপরদিকে, বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান নতুন সংগঠনে সভাপতি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: ফখরুল

এছাড়া, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়