News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৪, ৩১ অক্টোবর ২০২৫

মৃত্যুহীন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫০৬

মৃত্যুহীন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫০৬

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন রয়েছেন। শুধু ঢাকা মহানগরের হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছেন ১২৪ জন।

একই সময়ের মধ্যে ৫৬৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৬ হাজার ৮০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন: এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৯২৮ জন, মোট মৃত্যু ২৭৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ৮৬২ জন। এর মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৮ জনে, যার মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ১৩০ জন নারী। সবচেয়ে বেশি ১৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, অক্টোবর মাসে সর্বোচ্চ ৮০ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। তারও আগে, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেন এক হাজার ৭০৫ জন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণ ও তথ্য প্রকাশ কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়