মৃত্যুহীন ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৬৮
ফাইল ছবি
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৪৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনও রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৪৭৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৬০,৭৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ৬৩,৬৩৮ জন রোগী ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের শুরু থেকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৫৯ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একদিনে ৮০৩ জন রোগী নতুনভাবে আক্রান্ত হওয়ার পাশাপাশি চারজনের মৃত্যু হয়েছে।
তবে শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২,৯০১ জন। হাসপাতাল ভর্তি রোগীদের বিভাগের ভিত্তিতে বণ্টন অনুযায়ী, বরিশাল বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৩ জন রোগী রয়েছে।
মাস ভিত্তিক মৃত্যুর হিসাব অনুযায়ী জানুয়ারি মাসে ১০ জন, ফেব্রুয়ারি ৩ জন, মার্চ শূন্য, এপ্রিল ৭ জন, মে ৩ জন, জুন ১৯ জন, জুলাই ৪১ জন, আগস্ট ৩৯ জন, সেপ্টেম্বর ৭৬ জন এবং চলতি অক্টোবর (২৪ তারিখ পর্যন্ত) ৬১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হলেও সাম্প্রতিক সময়ে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








