News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৪, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:৪৪, ২২ অক্টোবর ২০২৫

বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: আইন উপদেষ্টা

বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সেনা সদস্যরা যেভাবে উপস্থিত হয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সেনা প্রশাসন, সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেটি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, “আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন বা যেভাবে তাদের আনা হয়েছে, সেনা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সহযোগিতা করেছেন, তা প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন, আমরা সেটি খুব ইতিবাচকভাবে দেখছি।”

সাব জেলে সেনা কর্মকর্তাদের রাখার বিষয়ে তিনি বলেন, “ওনাদের কোথায় রাখা হবে—সাব জেলে নাকি অন্য কোথাও—এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। তারা যা প্রয়োজন মনে করবেন, তাই করবেন। এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।”

এর আগে, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম ও জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাবজেল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইসঙ্গে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিষয়ে সাত দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এই তিন মামলায় মোট ৩২ জন আসামি আছেন, যার মধ্যে ২৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। সম্প্রতি ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১৫ জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স দেবে না বিআরটিএ, বাধ্যতামূলক হচ্ছে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

গত ১১ অক্টোবর ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, চার্জশিটে নাম আসা ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন বর্তমানে কর্মরত এবং সেনা হেফাজতে রয়েছেন। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সেনা আইন প্রযোজ্য নয় বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়