News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৮, ২০ অক্টোবর ২০২৫

বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল।

রবিবার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সোমবার (২০ অক্টোবর)  টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েল দাবি করেছে, রাফা এলাকায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। ওই সময় ইসরায়েল-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষে আরও দুই সেনা নিহত হয়।

অন্যদিকে, হামাস জানিয়েছে—রাফায় এমন কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়। তবুও ইসরায়েল গাজার একাধিক এলাকায় বিমান হামলা চালায়, যাতে বহু বেসামরিক মানুষ প্রাণ হারান।

দিনের শেষদিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, “রাজনৈতিক নির্দেশনার আলোকে এবং সাম্প্রতিক হামলার পর গাজায় আবারও যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে, যা হামাস পূর্বে ভঙ্গ করেছিল।”

এর আগে, গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। কিন্তু এরপরও ইসরায়েলের হামলায় অন্তত আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইরানে আগ্নেয়গিরি জেগে ওঠার সতর্ক সংকেত, বিপদের আশঙ্কা

রবিবার ইসরায়েলি সরকার গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল। তবে নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়