News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ৪ ডিসেম্বর ২০২৫

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের সব মসজিদ, মন্দির এবং অন্যান্য সম্প্রদায়ের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীক। দীর্ঘদিন ধরেই অসংখ্য নির্যাতনের মধ্যেও তার অটল মনোভাবকে কখনো দমন করা যায়নি। তিনি যখন কথা বলতেন, তখন দেশের মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি তার দৃঢ় মনোবল দৃশ্যমান হতো। আজও দেশের মানুষ তার জন্য দোয়া করছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসতে পারেন।

তিনি আরও জানান, শুক্রবারের দোয়া ও প্রার্থনার পাশাপাশি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হবে। এতে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি নেতা রিজভী জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। 

আরও পড়ুন: ‘খালেদা জিয়ার জন্য শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন’

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যেও তার অটল মনোভাবকে দমন করা যায়নি। চিকিৎসা চলমান রয়েছে এবং দেশবাসী আশা করছে, তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতোমধ্যে যুক্ত হয়েছেন। গত ৩ ডিসেম্বর রাতের দিকে চীনের চারজন বিশেষজ্ঞ এভারকেয়ার হাসপাতালে এসে তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করেছেন।

খালেদা জিয়া দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তিনি মুক্তি পান। পরবর্তী বছর ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তনের পর তিনি সম্পূর্ণভাবে মুক্ত হন। চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে গিয়ে ১১৭ দিনের চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।

তার সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন। ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়