News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৮, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন দেশের মানুষ: রিজভী

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন দেশের মানুষ: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা শুধু দলীয় নেতাকর্মীদের নয়, সারাদেশের সাধারণ মানুষকেও উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর শ্যামলীর তার নিজ বাসভবনে পবিত্র কোরআন খতম ও সাদাকায়ে জারিয়া উপলক্ষে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানে রিজভী এই মন্তব্য করেন। 

তিনি বলেন, শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষও গভীর মনবেদনা নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।

রিজভী উপস্থিত সবাইকে তাদের অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, বহু ষড়যন্ত্র সত্ত্বেও বেগম খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন। দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা কখনো বৃথা যাবে না।

আরও পড়ুন: দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া আরও প্রয়োজন: রিজভী

তিনি খালেদা জিয়াকে দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, বেশ কয়েকটি সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন এবং কখনো দেশ ত্যাগ করেননি। আজ তার গুরুতর অসুস্থতায় সাধারণ মানুষও গভীরভাবে ব্যথিত, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

অনুষ্ঠানে গুণী ইমামের নেতৃত্বে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা সকাল থেকে কোরআন তিলাওয়াত করেন। রিজভী আশাবাদ ব্যক্ত করেন যে, তাদের দোয়া, কোরআন তিলাওয়াত ও সাদাকায়ে জারিয়া আল্লাহ তায়ালা কবুল করবেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়