News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৬, ২ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোদির বার্তা

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোদির বার্তা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সাম্প্রতিক অবনতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভারত সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের চিকিৎসাসহ মানবিক সহায়তার প্রস্তাব দেন।

এক্সে দেওয়া পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী লেখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশের জনজীবনে দীর্ঘদিনের তার অবদান স্মরণযোগ্য। তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।

তিনি আরও উল্লেখ করেন, ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত—যেভাবে প্রয়োজন, সেভাবেই।

৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং চোখের জটিল সমস্যা নিয়ে চিকিৎসাধীন। চলতি মাসের ২৩ নভেম্বর বুকে সংক্রমণজনিত সমস্যায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। গত চার দিন ধরে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন: খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল, তবে চিকিৎসক দলের ঘনিষ্ঠ পর্যবেক্ষণ অব্যাহত আছে। প্রয়োজনীয় সব মেডিকেল সাপোর্ট দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ বছরের শুরুর দিকে উন্নত চিকিৎসার জন্য প্রায় চার মাস লন্ডনে ছিলেন বেগম খালেদা জিয়া। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের ওঠানামা দেখা দিলেও গত সপ্তাহ থেকে জটিলতা বেড়ে যায়, যার পরিপ্রেক্ষিতে তাকে হাসপাতালে নিতে হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশের রাজনীতিতে যেমন অস্থিরতা দেখা দিয়েছে, তেমনি আন্তর্জাতিক মহলও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ভারতের প্রধানমন্ত্রী সরাসরি বার্তা দেওয়াকে কূটনৈতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রতি দিল্লির ঘনিষ্ঠ নজরদারির ইঙ্গিত হিসেবে দেখছে।

বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দেশ-বিদেশের উদ্বেগ বাড়ছে। চিকিৎসক দল আপাতত তাকে স্থিতিশীল বলে জানালেও চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে বিশেষজ্ঞদের আলোচনা চলছে। 

মোদির বার্তা এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যতে দুই দেশের রাজনৈতিক ও মানবিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়