যশোরে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক
ছবি: নিউজবাংলাদেশ
যশোরে দুই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক হয়েছে। এ সময়ে তাদের কাছ থেকে ৩টি মোবাইলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর (৪ই ডিসেম্বর) সাড়ে পাঁচটার দিকে যশোর জেলার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৪ গ্রাম।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার ডামুরহুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮)ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।
আরও পড়ুন: গাইবান্ধায় চা দোকানিকে কুপিয়ে হত্যা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, বেশ কিছুদিন যাবৎ যশোর চৌগাছা সীমান্ত দিয়ে একটি চোরাকারবারি চক্র বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করে আসছিল। এরপর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি পাচারকারী চক্র একটি চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে চৌগাছা দিকে যাচ্ছে। সাথে সাথে ফোর্স নিয়ে যশোর মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। তারা বাস থেকে নামলেই তাদেরকে আটক করা হয়। পরে তাদের প্যান্টের পকেটে তল্লাশি করে বিশেষ কায়দার লুকায়িত ১০টি স্বর্ণের বার উদ্ধার করে জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায় ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য দুই কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাদেরকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








