News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ৪ ডিসেম্বর ২০২৫

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

ছবি: সংগৃহীত

ঢাকার বাইরে নির্জন এক লোকেশনে গোপনে চলছে ‘মালিক’ সিনেমার শুটিং। সিনেমার শুটিং ইউনিট চাইলেও পুরোপুরি গোপন রাখা সম্ভব হয়নি। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে কিছু শুটিং দৃশ্য ফাঁস হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, এক অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে আহত হয়েছেন নায়ক আরিফিন শুভ। পরিকল্পনা অনুযায়ী, শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুনের শিখা ব্যবহার করা হচ্ছিল। সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু ক্যামেরা ঘুরতে ঘুরতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যে শিখা লাফিয়ে উঠে শুভর পায়ে ধরে এবং কয়েক সেকেন্ডে আগুন আরও উঁচু হয়ে ওঠে।

আরও পড়ুন: জুয়ার প্রমোশনের ফাঁদের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন প্রভা

প্রাথমিকভাবে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন শুভ। তীব্র তাপে কাঁপলেও থেমে যাননি। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ার পরই শুটিং ইউনিটের সদস্যরা এগিয়ে এসে আগুন নিভান। আগুন নিভলেও নায়কের পায়ে দগ্ধ চিহ্ন পড়ে।

ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নেন। তবে শুভ নাকি পিছু হটেননি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং শেষ করেছেন। বর্তমানে পায়ে ক্ষত থাকলেও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

পরিচালক আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

‘মালিক’ সিনেমা আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়