News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ৪ ডিসেম্বর ২০২৫

চোট নিয়েও নেইমারের হ্যাটট্রিক

চোট নিয়েও নেইমারের হ্যাটট্রিক

ফাইল ছবি

ব্রাজিলিয়ান ফুটবলের সান্তোস ক্লাবের জন্য ক্রমাগত চোটের মধ্যেও নেইমার এখনও দলীয় ভরসা হয়ে উঠেছেন। বাংলাদেশ সময় বুধবার (৪ ডিসেম্বর) সকালে ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের ৩–০ গোলের জয়, যা পুরোপুরি নেইমারের কাঁধে এসেছে। ম্যাচে হ্যাটট্রিকের মাধ্যমে নেইমার আবারও নিজের জৌলুসের প্রমাণ দিয়েছেন।

বিরতির পর ৫৬, ৬৫ ও ৭৩ মিনিটে তিনটি গোল করে নেইমার দলকে নিশ্চিত করেছেন জয়ের পথে। শেষ গোলটি পেনাল্টি থেকে এসেছে। এর আগে নেইমার সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালের ৯ এপ্রিল, পিএসজির হয়ে ক্লেঁয়ারমন্তের বিপক্ষে। অর্থাৎ প্রায় ১৩৩৫ দিন পর তিনি আবার হ্যাটট্রিকের স্বাদ পেলেন।

ব্রাজিলিয়ান মিডিয়ার তথ্য অনুযায়ী, নেইমার এ মৌসুমে বাম হাঁটুর মেনিসকাসে চোট পেয়েছিলেন এবং মূলত বাকি তিন ম্যাচে মাঠে নামবেন না বলে জানানো হয়েছিল। তবে, নিজের দলে অবনমনের শঙ্কা থাকা সান্তোসকে সাহায্য করার জন্য নেইমার চোট সত্ত্বেও খেলেছেন। গত ২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে সান্তোসের ৩-০ জয়ের ম্যাচেও তিনি চোট নিয়ে খেলেছিলেন এবং একটি গোলসহ একটি গোলের সহযোগিতাও করেছিলেন।

এই জয়ের ফলে সান্তোস লিগে ৩৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে। অবনমনের অন্তর্গত অঞ্চলের সঙ্গে ২ পয়েন্ট ব্যবধান তৈরি হয়েছে। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ক্রুজেইরোর সাথে, যারা পয়েন্ট তালিকার শীর্ষে। ম্যাচটি জিতলে সান্তোস নিশ্চিতভাবে ব্রাজিলিয়ান সিরি আ-এর প্রথম বিভাগে থাকবে।

আরও পড়ুন: ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

নেইমারের ৩৩ বছর বয়সী এই তারকা এখনও চোট নিয়েই খেলছেন। প্রতিরক্ষামূলক বন্ধনী ব্যবহার করে মাঠে নেমেছেন। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে তার নিয়মিত খেলা খুবই গুরুত্বপূর্ণ। 

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, শতভাগ ফিট থাকলে নিঃসন্দেহে নেইমারকে দলে ডাকবেন। নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। মৌসুম শেষে তিনি সান্তোসে থাকবেন কি না, তা এখনও অনিশ্চিত।

নেইমার ম্যাচের পর বলেন, আমি জানি না মৌসুমের পরে কী হবে। আগে মৌসুমটা শেষ করতে চাই। সান্তোসই আমার প্রথম অগ্রাধিকার। মাসের পর মাস, বছরের পর বছর চোটের সঙ্গে লড়াই করছি। এগুলো কাটিয়ে উঠে আবার পুরোপুরি ফেরার চেষ্টা করছি।

চোটের কারণে নেইমারের মাঠে নামা এখন বড় খবর হলেও, জুভেন্তুদের বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন, দলীয় প্রয়োজনে নিজের স্বার্থকে একপাশে রেখে তিনি কতটা নিরলসভাবে লড়তে পারেন। সান্তোসের অবনমন মুক্তি এখন মূলত নেইমারের ওপর নির্ভর করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়