News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১০, ৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তার আগমন নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

হাসপাতালের নিচে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং পরিবারের সদস্য সৈয়দা শর্মিলা রহমান ও শামীম এসকান্দার। পরে চিকিৎসকদ্বয় তাকে সরাসরি বিএনপি চেয়ারপারসনের শয্যার পাশে নিয়ে যান।

প্রায় আধাঘণ্টার অবস্থানকালে প্রধান উপদেষ্টা চিকিৎসক দলের কাছ থেকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। 

চিকিৎসকরা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই, জনস হপকিন্স, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে।

এসময় তিনি পরিবার ও নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন: এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্তি এড়াতে অনুরোধ

৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। চিকিৎসকদের মতে—এখনো তার অবস্থা ‘গুরুতর’; কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা না আসলে সামগ্রিক উন্নতি কঠিন। আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসাসহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল বুধবার সকালে ঢাকায় এসে চিকিৎসা দলে যুক্ত হয়েছেন।

এদিকে লন্ডনে থাকা বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তার স্বাস্থ্য অবস্থার খোঁজ নিচ্ছেন। হাসপাতালে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও।

এর আগের দিন (২ ডিসেম্বর) রাত আটটার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। তারা মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে চিকিৎসা পরিস্থিতি জেনে রাত ৯টা ২০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এসএসএফ, পিজিআর, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন।

এদিকে খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় হাসপাতালে ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় তাদের সেখানে ভিড় না করার আহ্বান জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল।

পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি চিকিৎসা এবং প্রয়োজনীয় সব সহায়তায় সরকারের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়