News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ২ ডিসেম্বর ২০২৫

‘আমি ও রিজভী ছাড়া কারও কথায় কান দেবেন না’

‘আমি ও রিজভী ছাড়া কারও কথায় কান দেবেন না’

ছবি: সংগৃহীত

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডা. জাহিদ। 

তিনি বলেন, আমি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ছাড়া কারো কথায় কান দেবেন না। খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি গ্রহণ করতে পারছেন।

ডা. জাহিদ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সার্বক্ষণিক দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। 

তিনি উল্লেখ করেন, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও বিদেশ থেকে বিশেষজ্ঞরা আসবেন এবং তারা যদি মনে করেন, তখন প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়া হবে। তবে এ সিদ্ধান্ত সম্পূর্ণরূপে মেডিকেল বোর্ডের পরামর্শের উপর নির্ভর করবে।

ডা. জাহিদ জনসাধারণকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। 

আরও পড়ুন: খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন দেশের মানুষ: রিজভী

তিনি বলেন, দোয়ার কারণে হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে, তবে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দেশের সব ধর্মের মানুষের কাছে দোয়া চাই।

এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয় এবং পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের পক্ষ জানায়, রোগী ও পরিবারের সদস্যদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং আশপাশের ভিড় নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। ধৈর্য ধরতে তারেক রহমানও অনুরোধ করেছেন।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার কিছুটা অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

গত রাত থেকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর প্রেক্ষিতে হাসপাতালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং প্রধান সড়কে ব্যারিকেড বসানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়