৭ কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত
রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার অধ্যাদেশ ঘিরে দীর্ঘস্থায়ী স্থবিরতায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
অধ্যাদেশ জারি প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা কলেজের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
সাত কলেজ শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখপাত্র আব্দুর রহমান ঘোষণা দেন, আগামী শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
তিনি স্পষ্ট করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ চূড়ান্ত আকারে প্রকাশ না হলে রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা।
তার ভাষায়, দীর্ঘদিন ধরে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের কাজ অগ্রসর হচ্ছে না। অধ্যাদেশ জারি না হওয়ায় অচলাবস্থা বাড়ছে। তাই রোববার থেকে সেখানেই অবস্থান নেব—অধ্যাদেশ প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।
আরও পড়ুন: অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বুধবার সকালে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর কর্মসূচির অংশ হিসেবে তারা সামনের মিরপুর সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। অবরোধ প্রত্যাহারের পরই সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা আসে।
এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয় গত ১২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করার আহ্বানও জানানো হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, নীতিগত সিদ্ধান্ত থাকলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল চাবিকাঠি—অধ্যাদেশ জারি প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে তাদের উচ্চশিক্ষা, পরীক্ষা, প্রশাসনিক কাঠামোসহ সামগ্রিক বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে।
সাত কলেজ শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন—সময়সীমা শেষ হলে তাদের আন্দোলন আরও কঠোর হবে, এবং শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচিই হবে তাদের পরবর্তী ধাপ।
নিউজবাংলাদেশ.কম/পলি








