News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪২, ১ ডিসেম্বর ২০২৫

মঙ্গলবারের বার্ষিক পরীক্ষা বর্জন করলেন সহকারী শিক্ষকরা

মঙ্গলবারের বার্ষিক পরীক্ষা বর্জন করলেন সহকারী শিক্ষকরা

ছবি: সংগৃহীত

তিন দফা দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবারের বার্ষিক (তৃতীয় প্রান্তিক) পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ সিদ্ধান্ত ঘোষণা করেছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।

পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ ও মু. মাহবুবর রহমান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর সাড়া না পাওয়ায় তারা পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষকরা গত ২৭ নভেম্বর থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি পালন করছেন। এর অংশ হিসেবে সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক বা তৃতীয় প্রান্তিক পরীক্ষাও বর্জনের ডাক দেওয়া হয়েছে। শিক্ষকদের এ কর্মসূচি স্বতস্ফূর্তভাবে সারাদেশের অধিকাংশ বিদ্যালয়ে পালন করা হয়েছে। তবে কোথাও কোথাও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবরও পাওয়া গেছে।

আরও পড়ুন: শিক্ষকদের বর্জনের ঘোষণা: বার্ষিক পরীক্ষা কোথাও স্থগিত কোথাও হচ্ছে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দেশের ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক। বর্তমানে প্রাথমিকের প্রধান শিক্ষকরা দশম গ্রেডে উন্নীত হয়েছেন, আর সহকারী শিক্ষকরা তেরতম গ্রেডের বেতন-ভাতা পাচ্ছেন। শিক্ষকরা দীর্ঘদিন ধরে দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দাবি করে আসছেন।

গত ৮–১২ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে পুলিশি সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা ক্লাসে ফেরেন। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও কর্মবিরতি শুরু হয়েছে।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছেন যে, সহকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতি সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’র পরিপন্থি। মন্ত্রণালয় শিক্ষকদের কার্যক্রম থেকে অবিলম্বে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। 

এছাড়া, পরীক্ষা কার্যক্রমে কোনো শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধিমতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়