২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, ভর্তি ৬১০
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১০ জন।
সোমবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১২২ জন, ঢাকা বিভাগে ৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০২ জন ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ১৭ জন, রংপুরে ২ জন ও সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৯২,৬১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: ডায়াবেটিসে শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ৭ম
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ, বয়স যথাক্রমে ৪৫ ও ২৫ বছর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৫,০১২ জন। এর মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী।
গত বছরের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে মারা গেছেন সর্বোচ্চ ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য সতর্ক করে জানিয়েছে, মশার লার্ভা নির্মূল ও গৃহস্থালির পরিচ্ছন্নতা বজায় রাখা এখনো জরুরি।
নিউজবাংলাদেশ.কম/পলি








