News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৫, ১ ডিসেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে: ফখরুল

বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে: ফখরুল

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপিতে যোগদানের ধারা তীব্র বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। 

অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে মির্জা ফখরুল বলেন, অনেকেই এখন বিএনপিতে যোগ দিচ্ছেন। সত্যিকারের হিড়িক পড়ে গেছে—ধুম ধরে গেছে বলা চলে।

তিনি আরও বলেন, বিএনপি একমাত্র সেই দল, যা জনগণ মনে করছে আগামী নির্বাচনে সরকার গঠন করলে দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে।

ড. রেজা কিবরিয়ার যোগদানকে স্বাগত জানিয়ে মহাসচিব বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে দলীয় পরিবারে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী যে তার যোগদান দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে এবং দেশের রাজনীতিতে তা বড় প্রভাব ফেলবে। অতীত অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তিনি তারেক রহমানের নেতৃত্বকে দৃঢ় করতে এবং দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার সুস্থতায় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চলছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, গত ১৫ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে দল সংগ্রাম ও আন্দোলন চালিয়ে এসেছে। জনগণ সমর্থন দিলে বিএনপি আবারও একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। আমাদের দল ইতিমধ্যে তিনবার সরকার পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও দেশের নেতৃত্ব দিয়েছেন—এই সমস্ত অভিজ্ঞতা বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দক্ষতা প্রদান করে।

উপজেলা পর্যায়েও যোগদানকারীদের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বঙ্গবন্ধুর দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক উন্নয়নের জন্য মেধা ও প্রযুক্তিনির্ভর নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই দিকেই আমাদের দল এগোচ্ছে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা চাই, বাংলাদেশে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে। আমাদের ৩১ দফা কর্মসূচির মূল ভাবনা এই লক্ষ্যেই প্রতিফলিত হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য মেধাবী ও প্রতিভাবান নেতৃত্ব অপরিহার্য। ড. রেজা কিবরিয়ার যোগদান সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে (বাহুবল-নবীনগর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়