দুদকের ৩ কর্মকর্তাকে পরিচালক পদে পদায়ন
ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন তিন কর্মকর্তাকে পরিচালক পদে চলতি দায়িত্বে পদায়ন করেছে।
সোমবার (১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
চলতি দায়িত্ব পাওয়াদের মধ্যে রয়েছেন এস এম সাজ্জাদ হোসেন – পরিচালক (ব্যাংক), মো. মাসুদুর রহমান – পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১), মো. মনিরুজ্জামান – পরিচালক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।
দুদক সূত্র জানায়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা নিজ কর্মস্থল ত্যাগ না করেন, তবে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
আরও পড়ুন: জুলাই শহীদ পরিবারের আবাসনসহ ১৭ প্রকল্প একনেকে অনুমোদন
নতুন দায়িত্ব পাওয়ায় কর্মকর্তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন। দুদক আশা করছে, এই পদায়নের মাধ্যমে কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা পালন করবেন এবং কমিশনের কার্যক্রমকে সুষ্ঠুভাবে এগিয়ে নেবেন।
দুদকের কর্মকর্তারা জানান, পদায়ন প্রক্রিয়া স্বচ্ছ ও নীতিগতভাবে সম্পন্ন হয়েছে। নতুন দায়িত্ব পাওয়াদের প্রত্যেকেই সংশ্লিষ্ট বিভাগে তাদের পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে সক্ষম হবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি/এনডি








