News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১২, ২৮ নভেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ৪১০ নতুন ডেঙ্গু রোগী, মৃত্যু শূন্য

২৪ ঘণ্টায় ৪১০ নতুন ডেঙ্গু রোগী, মৃত্যু শূন্য

ফাইল ছবি

দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই রোগীরা ভর্তি হয়েছেন। 

বিভাগের ভিত্তিতে নতুন ভর্তি রোগীদের সংখ্যা হলো চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১০২ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশন এলাকায় নয়) ৯৩ জন, বরিশাল বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৮ জন।

এ সময় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে মোট ৪৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯০,৬৫২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

সালব্যাপী ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৯৩,১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের মধ্যে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে। তুলনামূলকভাবে, গত বছর ২০২৪ সালে মোট ১,০১১৪১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ৫৭৫ জন মারা গিয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, রোগী সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থাপত্র গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে চট্টগ্রাম ও ঢাকা উত্তর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা বেশি হওয়ায় সতর্কতা অবলম্বন করা জরুরি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়