News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ২৬ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন প্রতিহত করলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

জাতীয় নির্বাচন প্রতিহত করলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ ভোট প্রতিহত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন হয়েছে। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে নির্বাচন কমিশনের। তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ, তাই আশা করা যায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নাসির উদ্দীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়, তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ভোটকেন্দ্রগুলোকে সবুজ, হলুদ ও লাল তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

সিইসি আরও হুঁশিয়ারি দেন, সব রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কেউ ভোট প্রতিহত করতে সক্ষম হবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়