পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ফায়ারের ১৯ ইউনিট
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর আগুনের সূত্রপাত হয়। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে একে একে ১৯টি ইউনিট কাজ শুরু করে।
তিনি বলেন, বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একতলা থেকে তিনতলা পর্যন্ত ঘরগুলোতে আগুন জ্বলতে থাকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: ১৬ ইউনিটের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কড়াইলের আগুন
বস্তির বাসিন্দাদের অধিকাংশই পোশাককর্মী, রিকশাচালক, হকার ও দিনমজুর। বিকেলের সময় অনেকেই কর্মস্থলে থাকায় ঘরে ছিলেন না। তবে সন্ধ্যার পর স্থানীয়দের দেখা যায়, ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে চাপকল ও খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বস্তির বড় অংশ জুড়ে আগুন লেগে আছে। ধোঁয়ার কুণ্ডলি দূর থেকে দৃশ্যমান। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানা যায়নি।
তবে স্থানীয়রা জানিয়েছেন, শতাধিক ঘর ইতোমধ্যেই পুড়ে গেছে। অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে ঘরের শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগতে পারে। রাত পর্যন্ত আগুন জ্বলতে থাকায় আতঙ্কে রয়েছেন বস্তির হাজারো বাসিন্দা।
নিউজবাংলাদেশ.কম/পলি








