লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার।
সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় ম্যানুয়াল লটারি করে এসব এসপি নির্বাচন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতই প্রজ্ঞাপন জারি করে পর্যায়ক্রমে তাদের পদায়ন করবে বলে জানানো হয়েছে।
লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসপি নির্বাচন প্রক্রিয়ায় কয়েক ধাপের筛筛筛 যাচাই-বাছাই করা হয়েছে। প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ৬৪ জনকে বাছাই করা হয়। নির্বাচনের আগে তাদের সংশ্লিষ্ট জেলায় যোগদানের নির্দেশ দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধে মাঠ পর্যায়ে বড় ধরনের রদবদলের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশে যোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরি করে লটারি পদ্ধতিতে জেলাভিত্তিক পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা
এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হলেও তাদের যোগদান স্থগিত রাখা হয়েছে। তাদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত অনুযায়ী নতুন পদায়ন কার্যকর হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








