News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ২৫ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

মো. সানাউল্লাহ বলেন, “বাংলাদেশের ইতিহাসে ২০২৬ সালের নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ। এর ব্যত্যয় করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং ভোটার উপস্থিতি বেশি হবে।”

তিনি পর্যবেক্ষকদের প্রতি বার্তা দিয়ে বলেন, কোনো ব্যক্তি বা সংস্থা পক্ষপাতিত্ব করতে পারবে না। পর্যবেক্ষক তালিকা তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। বিদেশি নাগরিক শুধুমাত্র বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করলে দায়িত্ব পালন করতে পারবেন।

নির্বাচন কমিশনার আরও জানান, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন—এই তিনদিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে এবার কিউআর কোড (QR Code) ব্যবহার করা হবে।

আরও পড়ুন: মেট্রোরেলে অনলাইন রিচার্জ সুবিধা চালু

উদ্বোধনী বক্তব্যে প্রধান সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। আমরা চাই, পর্যবেক্ষকরা ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবেন। সংস্থাগুলোর নিয়োগ করা মাঠকর্মীরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়; সবাইকে মিলে এই দায়িত্ব পালন করতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে চাই।”

সংলাপে প্রায় ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়