গাজায় দুই বছরে নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে: গবেষণা
ছবি: সংগৃহীত
টানা দুই বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত মানুষের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে বলে এমন তথ্য উঠে এসেছে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণায়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট -এর প্রতিবেদনে বলা হয়, এতদিন গাজায় নিহতের সংখ্যা যে পরিমাণ বলে ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে। জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী রস্টকের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের বিশ্লেষণে দেখা গেছে- দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অন্তত এক লাখ মানুষের মৃত্যু হয়েছে বা তারা নিহত হয়েছেন।
গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা চেন বলেন, “সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। তবে যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান দেওয়ার চেষ্টা করছি।”
গবেষকদের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের প্রথম দুই বছরে গাজায় ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন মানুষের মৃত্যু ঘটেছে। মধ্যবর্তী বা গড় অনুমান অনুযায়ী নিহতের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৬৯।
ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষণা দল বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে এ বিশ্লেষণ তৈরি করেছে। গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি, একটি স্বাধীন পরিবারভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুসংবাদও তারা বিবেচনায় নিয়েছে।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠলো সৌদি আরব, ইরাক ও ভারত
গবেষণায় লিঙ্গ, বয়সসহ পৃথকভাবে মৃত্যুহারও বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, নিহতদের প্রায় ২৭ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রায় ২৪ শতাংশ নারী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








