যুদ্ধবিরতির মধ্যেই গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: ইউনিসেফ
ছবি: সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৬৭ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ।
শুক্রবার জেনিভাতে এক সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র রিকার্ডো পিরেস এ তথ্য জানান।
তিনি বলেছেন, নিহত এই শিশুদের মধ্যে বাচ্চা এক মেয়েও আছে, যে বৃহস্পতিবার খান ইউনিসে এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।
আগেরদিন বুধবারও ৭ শিশু নিহত হয়েছে, সেসময় ইসরায়েল ভূখণ্ডটির বিভিন্ন অংশে একের পর এক হামলা চালাচ্ছিল।
পিরেসের বরাতে আল জাজিরা বলছে, “একমত হওয়া যুদ্ধবিরতির মধ্যেই এত শিশু নিহত হয়েছে। এই ধারা বিস্ময়কর। বারবার এ কথা বলে আসছি, এটা কোনো পরিসংখ্যান নয়, প্রতিটি শিশুর একটি পরিবার ছিল, স্বপ্ন ছিল, জীবন ছিল; হঠাৎ তাতে ছেদ টানল ধারাবাহিক সহিংসতা”।
নাইজেরিয়ায় স্কুলে হামলা, ২২৭ শিক্ষার্থী-শিক্ষক অপহরণ
গাজায় ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশুরাই সবার ওপরে থাকবে; ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে বলে গত মাসে ইউনিসেফ ধারণা দিয়েছিল।
কয়েকদিন আগে স্বেচ্ছাসেবী সংস্থা সেভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে বলেছে, যুদ্ধের ফলে ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ৪৭৫ ফিলিস্তিনি শিশু এমন প্রতিবন্ধিতার শিকার হয়েছে, যা তাকে জীবনভর ভোগাবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








