News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৮, ২১ নভেম্বর ২০২৫

বাংলাদেশের পাশাপাশি ভূমিকম্পে কাঁপলো আরও যেসব দেশ

বাংলাদেশের পাশাপাশি ভূমিকম্পে কাঁপলো আরও যেসব দেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে ভারতের কলকাতা এবং পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে রিখটার স্কেলে ৫.৫ থেকে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভবন কেঁপে ওঠে, মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে।

প্রাথমিক হিসাবে কমপক্ষে সাতজন নিহত এবং দুইশতাধিক আহত হয়েছেন। পুরান ঢাকার কয়েকটি ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়েছে, নারায়ণগঞ্জে একটি দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু হয়েছে। নরসিংদীতে আতঙ্কে ঘর থেকে বের হতে গিয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন।

  • ভারত: ভূমিকম্পের তীব্রতা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা, নদিয়া ও আসাম পর্যন্ত পৌঁছায়। স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী কম্পনে ভবন কেঁপে ওঠে। আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে আসে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, শত শত স্কুল বন্ধ

  • পাকিস্তান: এর আগে ভোররাতে পাকিস্তানের উত্তরাঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। জাতীয় সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী পাহাড়ি এলাকায়, গভীরতা প্রায় ১৩৫ কিলোমিটার। গভীর হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্পও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। অগভীর ভূমিকম্প সাধারণত বেশি ক্ষতি করে, তবে পাকিস্তানের ভূমিকম্পটি গভীর হওয়ায় তুলনামূলকভাবে কম বিপজ্জনক ছিল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়