পল্লবীতে যুবদল নেতা হত্যায় সন্ত্রাসী পাতা সোহেল ও সুজন গ্রেফতার
ফাইল ছবি
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতাররা হলেন- হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী সোহেল ওরফে ‘পাতা সোহেল’ ওরফে মনির হোসেন এবং সহযোগী ‘বুক পোড়া সুজন’।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে র্যাব-৪ এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত সোমবার সন্ধ্যায় পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে।
এর আগে মঙ্গলবার নিহতের স্ত্রী সাবিহা আক্তার দিনা পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলায় মো. জনি ভূঁইয়া (২৫), পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কাল্লু (27), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)সহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী পাতা সোহেল ও ভাগিনা মাসুম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নির্দেশনা দেন। তাদের ইশারায় জনি ভূঁইয়া, সোহাগ ও রোকন দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি গুলি করে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তারা পালিয়ে যায়।
আরও পড়ুন: বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
হত্যাকাণ্ডের পরপরই ভাড়াটে খুনি জনিকে গ্রেফতার করে পুলিশ। নতুন দুইজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো তিন জনে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








