নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না—এ সিদ্ধান্ত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইসকে সরাসরি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে; ফলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
তিনি আরও জানান, তার সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ড. ইউনূস বলেন, আগের ‘স্বৈরাচারী সরকারের’ আমলে অনুষ্ঠিত তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা রেকর্ডসংখ্যক তরুণ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।
তার ভাষায়, গণঅভ্যুত্থানের সময় যারা দেয়ালে গ্রাফিতি এঁকে অবস্থান জানিয়েছিল, সেই তরুণেরাই এবার ভোটকেন্দ্রে নিজেদের অধিকার প্রয়োগ করবে—এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
আরও পড়ুন: ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাক্ষাৎকালে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ–নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ বিস্তৃত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও আগ্রহ প্রকাশ করে।
ডাচ ভাইস মিনিস্টার গ্রোটেনহুইস বলেন, খুব অল্প সময়ে দায়িত্ব নিয়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি শ্রম আইন সংস্কারেরও প্রশংসা করেন। চলতি মাসের শুরুতে অনুমোদিত এ সংশোধনীতে সোমবার রাষ্ট্রপতি স্বাক্ষর করেন, যা তার মতে নেদারল্যান্ডসসহ ইউরোপ থেকে আরও বিনিয়োগ আকৃষ্ট করবে।
গ্রোটেনহুইস জানান, নেদারল্যান্ডস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র সঙ্গে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে চায়। তিনি দ্রুতই এ চুক্তি সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।
তিনি বলেন, পঞ্চাশ বছর ধরে নেদারল্যান্ডস ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। এখন এ সম্পর্ককে সমতা ও অংশীদারত্বের ভিত্তিতে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে উন্নীত করতে চাই।
নেদারল্যান্ডসের কয়েকটি কোম্পানি যারা এতদিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে, তারা এখন সরাসরি বিনিয়োগে আগ্রহী এবং দীর্ঘমেয়াদি অংশীদার হতে চায় বলেও তিনি জানান।
সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষই আগামী নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করেন। তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, শ্রম আইন সংস্কার এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা—সব মিলিয়ে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
নিউজবাংলাদেশ.কম/পলি








