News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ১৬ নভেম্বর ২০২৫

‘৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না’

‘৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না’

ফাইল ছবি

আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট-এ গভর্নর এই মন্তব্য করেন। 

তিনি বলেন, ব্যাংকিং খাতকে সমৃদ্ধিশালী ও গতিশীল রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা, এবং বিনিয়োগকারী, ডিপজিটর ও কর্মকর্তাসহ সব পক্ষের অংশগ্রহণ ছাড়া খাতের অগ্রগতি সম্ভব নয়।

গভর্নর আরও বলেন, আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে দেশের অর্থনীতির জন্য ভালো কিছু হবে।

আরও পড়ুন: রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে: গভর্নর

এর আগে, ৫ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংককে আর্থিকভাবে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয়। এ ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক।

এরপর ৯ নভেম্বর ২০২৫ কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে, এই পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে পরিচালনার জন্য শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক লাইসেন্স প্রদান করা হয়।

নতুন ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই একীভূতকরণের মাধ্যমে দেশের শরিয়াভিত্তিক ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রমে নতুন প্রেরণা আসবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়