News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৯, ১০ নভেম্বর ২০২৫

ভোজ্যতেলের দাম নিয়ে কমিশনের সুপারিশে দুঃসংবাদ

ভোজ্যতেলের দাম নিয়ে কমিশনের সুপারিশে দুঃসংবাদ

ফাইল ছবি

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। 

সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা এবং খোলা সয়াবিনের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

বিটিটিসি জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার বৃদ্ধি, এবং এলসি (লেটার অব ক্রেডিট) ব্যয়ের ঊর্ধ্বগতি বিবেচনায় এনে এ সমন্বয়ের সুপারিশ করা হয়েছে। ফলে বছরের শেষদিকে এসে আবারও বাড়তে পারে বাজারে ভোজ্যতেলের খুচরা দাম।

গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেয় এবং ডলারের দাম বাড়ায় আমদানির ক্ষেত্রে এলসি খরচও বেড়ে যায়।

বিটিটিসি’র তথ্য অনুযায়ী, নভেম্বরে শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের খরচ দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার, আর পাম তেলের খরচ ১ হাজার ৩৭ ডলার। এই মূল্যবৃদ্ধি দেশের অভ্যন্তরীণ বাজারেও সরাসরি প্রভাব ফেলছে।

সুপারিশে বলা হয়েছে, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা বিনিময় হার ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের নতুন মূল্য নির্ধারণ করা উচিত। 

আরও পড়ুন: চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত

প্রস্তাবিত সমন্বয় অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি লিটার ১৯৮ টাকা ২৭ পয়সা করা হবে (বর্তমান ১৮৯ টাকার বদলে)।

খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে (বর্তমান ১৬৯ টাকা মূল্যের তুলনায় ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি)।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

বিটিটিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে নানা অসংগতি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়েছে। এই অবস্থায় এলসি খরচ ও তেল আমদানির মোট ব্যয় বিবেচনায় ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয় ছাড়া বিক্রেতাদের জন্য টেকসই ব্যবসা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

দেশের বাজারে ২০২১ সালের পর থেকে একাধিকবার ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত সরবরাহ সংকট, এবং ডলার-সংকটের প্রভাবে স্থানীয় বাজারেও এর প্রতিফলন পড়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়