News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২২, ১০ নভেম্বর ২০২৫

হিলিতে ১ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

হিলিতে ১ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। আমদানি নির্ভরতা কাটিয়ে পেঁয়াজ ও তেলবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন।

এসময় ১ হাজার ৪০০ জন কৃষককে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০ জন কৃষককে এক কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ২০ জন কৃষককে এক কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

এছাড়া কীভাবে এসব বীজ রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে, সে বিষয়ে কৃষকদের পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তারা।

আরও পড়ুন: কুড়িগ্রামে পতিত জমিতে লাউ চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়