৩ মিনিটে শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট
ফাইল ছবি
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ–ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই ইতিহাস গড়েছে ফুটবলপ্রেমীরা।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায় অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়, আর মাত্র তিন থেকে ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব ১৮ হাজার টিকিট বিক্রি শেষ হয়ে যায়।
বাংলাদেশ ফুটবল ইতিহাসে এত স্বল্প সময়ে কোনো ম্যাচের টিকিট বিক্রির নজির নেই। বাফুফের কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বুক হয়ে যায়। এখন দর্শকরা অনলাইনে পেমেন্ট দিচ্ছেন, যার অর্ধেকের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সাধারণ গ্যালারির কোনো টিকিট অবিক্রিত নেই, কেবল রেড বক্স ও হসপিটালিটি শ্রেণির কিছু টিকিট বাকি।
বিক্রির সময় পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে ভিড় জমে। কয়েক মিনিটের মধ্যেই ওয়েবসাইটে ‘সোল্ড আউট’ দেখায়। বাফুফের তথ্যমতে, মাত্র ৩ মিনিটে বিক্রি হয় ১৮ হাজার সাধারণ গ্যালারির টিকিট। তুলনায়, গত অক্টোবরের বাংলাদেশ–হংকং ম্যাচের টিকিট বিক্রি হতে সময় লেগেছিল ২৪ মিনিট।
যদিও কিছু দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সিন্ডিকেট’ বা আগাম টিকিট রিজার্ভের অভিযোগ তোলেন, বাফুফে কমিটির চেয়ারম্যান গোলাম গাউস তা দৃঢ়ভাবে অস্বীকার করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ
তিনি বলেন, (সিন্ডিকেট) কোনোভাবেই সম্ভব নয়। ক্লাব হাউসসহ সাধারণ গ্যালারির সব টিকিট বুক হয়েছে স্বচ্ছভাবে, মাত্র তিন মিনিটেই।
এবারের ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে, যা গত ম্যাচগুলোর তুলনায় ১০০ টাকা বেশি। সিঙ্গাপুর ও হংকংয়ের ম্যাচে টিকিটের দাম ছিল ৪০০ টাকা। তবে দাম বৃদ্ধিও দর্শকদের উন্মাদনায় কোনো প্রভাব ফেলেনি—বরং আগ্রহ বেড়েছে বহুগুণ।
গোলাম গাউস বলেন, দাম বাড়ানো সত্ত্বেও সমর্থকদের আগ্রহ কমেনি। সবাই উন্মাদ হয়ে আছে এই ম্যাচ ঘিরে।
এই ম্যাচে উত্তেজনা শুধু মাঠেই নয়, টিকিট বিক্রিতেও নতুন রেকর্ড তৈরি করেছে। ফুটবল বিশ্লেষকদের মতে, বাংলাদেশ–ভারত ম্যাচ সবসময়ই অতীতের প্রতিদ্বন্দ্বিতা ও আবেগের প্রতীক, যার প্রমাণ মিলল এই বিক্রির রেকর্ডেই।
আগামী ১৮ নভেম্বর রাতে পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল ইতোমধ্যে ৩০ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু করেছে। কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা প্রথম লেগে ভারতের শিলংয়ে ০-০ গোলে ড্র করেছিল। এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ—চায়না ও হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র, আর সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হার।
বাফুফে চলতি বছর থেকেই অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা চালু করেছে। ১০ জুন বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচ দিয়েই টিকিফাই প্ল্যাটফর্মে অনলাইন বিক্রি শুরু হয়, তবে সেই ম্যাচে বহু দর্শক ভোগান্তিতে পড়েছিলেন। এরপর অক্টোবর উইন্ডোতে বাফুফে নতুন টিকিটিং পার্টনার হিসেবে ‘কুইকেট’-কে যুক্ত করে, যার অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় নভেম্বর উইন্ডোতেও তাদেরই দায়িত্ব দেওয়া হয়।
এবারের বিক্রি সম্পূর্ণ ডিজিটাল পেমেন্টের মাধ্যমে হওয়ায় টিকিট সংগ্রহে বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। যদিও বাফুফে এখনো সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশ করতে পারেনি।
বাংলাদেশ–ভারত ফুটবল প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিন ধরেই বিশেষ আবেগ জাগায়। ম্যাচটি নিয়মরক্ষার হলেও দর্শক আগ্রহে তা রীতিমতো উৎসবমুখর হয়ে উঠেছে। রাজধানীসহ সারাদেশের ফুটবলপ্রেমীরা ম্যাচের আগেই উন্মাদনায় মেতে উঠেছেন, যা বাংলাদেশ ফুটবলের প্রতি নতুন করে আশার আলো দেখাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








