News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১২, ৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

ছবি: সংগৃহীত

দুই ম্যাচ বাকি থাকতেই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাইপর্বে প্রথম চার ম্যাচে এখনও জয় শূন্য হ্যাভিয়ের কাবরেরার দল। এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মোকাবিলা করবে হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

মূল পর্বে খেলতে না পারলেও এই ম্যাচকে ঘিরে দেশের ফুটবল ভক্তদের মধ্যে উন্মাদনা কম নেই। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায় টিকিটের চাহিদাও অন্যান্য ম্যাচের তুলনায় বেশি। এ সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টিকিটের দাম বৃদ্ধি করেছে।

বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। 

কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ভারতের বিপক্ষে সাধারণ গ্যালারির টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ঘরের মাঠে সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে সাধারণ গ্যালারির টিকিট ছিল ৪০০ টাকা।

অনলাইনে টিকিট পাওয়া যাবে কুইকেট প্ল্যাটফর্মে। টিকিটের বিস্তারিত মূল্য নিম্নরূপ:

  • সাধারণ গ্যালারি: ৫০০ টাকা
  • ক্লাব হাউস-১: ৫,০০০ টাকা
  • ক্লাব হাউস-২: ৩,০০০ টাকা
  • ভিআইপি-২: ৪,০০০ টাকা
  • ভিআইপি-৩: ৩,০০০ টাকা
  • রেড বক্স: ৬,০০০ টাকা
  • কর্পোরেট বক্স: ৮,০০০ টাকা
  • স্কাই বক্স: ৮,০০০ টাকা
  • স্কাই ভিউ: ৭,০০০ টাকা

আরও পড়ুন: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে টানা জয়ে শেষ ষোলোয় ব্রাজিল

বাফুফের তাজওয়ার আউয়াল বলেন, প্রতিবেশী দেশ ভারত। এই দলের বিপক্ষে টিকিটের চাহিদা অনেক বেশি। তাই ইচ্ছে করেই আমরা বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছি। তবে খুব বেশি বাড়াইনি।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ৪ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। প্রতিটি ম্যাচে দল লড়াকু মনোভাব দেখাচ্ছে, যা দেশের ফুটবল জনপ্রিয়তার জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

গত মার্চে ভারতের বিপক্ষে খেলা দিয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। এরপর ঘরের মাঠে টানা দুই ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট ভাগ করে নেয় তারা। এই সিরিজের প্রতিটি ম্যাচে লড়াকু পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে।

২০২৫ সালের ১৮ নভেম্বর রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ লড়াই। হামজা চৌধুরী, শমিত এবং ফাহমিদুলদের আগমনে দেশের ফুটবলের চিত্র বদলেছে, মৃতপ্রায় ফুটবল ফিরে পেয়েছে প্রাণ। সিঙ্গাপুর-হংকং ম্যাচে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল, এবং ভারতের বিপক্ষে ম্যাচে সেই উন্মাদনা আরও তীব্র হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচের টিকিট বিক্রি হলেও সমর্থকদের আগ্রহ তেমন লক্ষ্য করা যায়নি।

বাংলাদেশ-ভারত ম্যাচটি বাংলাদেশের ফুটবলের জন্য এক গুরুত্বপূর্ণ সময়, যেখানে সমর্থকেরা মাঠের লড়াই উপভোগ করবেন এবং দলকে সমর্থন জানাবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়