News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০০, ৫ নভেম্বর ২০২৫

ত্রিদেশীয় সিরিজ ছাড়ছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ ছাড়ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এই সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এ বিষয়ে জানিয়েছেন, না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা। 

মূল কারণ হিসেবে ক্রিকেটারদের অতিরিক্ত ব্যস্ততা এবং তাদের বিশ্রামের প্রয়োজনকে বলা হয়েছে। ক্রিকেটাররা টানা ম্যাচ খেলে আসছেন, তাই বিসিবি মনে করছে, তাদের বিশ্রাম দেওয়া এখন গুরুত্বপূর্ণ।

ত্রিদেশীয় সিরিজটি ২৭ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল এবং ফাইনাল নির্ধারিত ছিল ২৩ ডিসেম্বর। শুরুতে বাংলাদেশ ইতিবাচক সাড়া দিয়েছিল, তবে শেষ পর্যন্ত এই সিরিজে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করছেন সালাহউদ্দিন

এর আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা থাকলেও আইসিসির শর্ত পূরণের জটিলতার কারণে এলপিএল স্থগিত হয়ে যায়। এরপর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করেছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

ক্রীড়া পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছে। এরপর আগামী ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নেবে লিটন দাসের দল, যেখানে টেস্ট ও টি-টোয়েন্টি উভয় সিরিজ অন্তর্ভুক্ত। এই সিরিজ শেষে ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), যা বিসিবি মনে করছে ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য যথেষ্ট হবে। ফলে, বাংলাদেশ ক্রিকেটাররা বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি চালাবেন।

শেষ পর্যন্ত বাংলাদেশ না যাওয়ায় ত্রিদেশীয় সিরিজটি ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে, এবং বাংলাদেশ এখন আয়ারল্যান্ড সিরিজ ও বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়