সাকিব ইস্যুতে সুর নরম বিসিবির
 
									সাকিব আল হাসান। ফাইল ছবি
গত বিপিএলে চিটাগং কিংসে নাম লিখিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাকিবের ছবি ও ব্যানার নিয়ে মাঠে প্রবেশে দর্শকদের বাধা দেওয়া হয়।
তবে সাকিব ইস্যুতে এবার অবস্থান নরম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, সাকিবের ব্যানার বা প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো নিষেধাজ্ঞা নেই।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, “আমরা জানি তার পরিস্থিতি কী। অনেকেই তাকে খেলোয়াড় হিসেবে ভালোবাসে। তার খেলোয়াড় পরিচয়ই সবচেয়ে বড়—তাই কেউ চাইলে তার ছবি নিয়ে মাঠে আসতে পারে।”
চট্টগ্রামে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় সাকিবের ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অনেক দর্শক মাঠে প্রবেশ করেন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এ নিয়ে গ্যালারিতে সংঘর্ষের ঘটনাও ঘটে, যা পরে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।
ঘটনার পর বিসিবি কিছুটা বিব্রত অবস্থায় পড়ে। এজন্য ভবিষ্যতে যাতে এমন অঘটন না ঘটে, সে বিষয়ে নিরাপত্তা বিভাগকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার মিঠু ও সাখাওয়াত হোসেন।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
চট্টগ্রামের ঘটনায় পুলিশ মাঠ থেকে ছয়জন দর্শককে আটক করে। পরে মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়, আর বাকি তিনজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি






































