ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। পরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির পথে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিসিবির মেডিকেল বিভাগ গণমাধ্যমকে জানায়, মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন তাকে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন।
বিসিবির এক মেডিকেল কর্মকর্তা বলেন, মাহমুদউল্লাহর অবস্থার উন্নতি হচ্ছে। তার প্লাটেলেট কাউন্টও নিয়ন্ত্রণে আছে। আমরা আশাবাদী, কয়েক দিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন মাহমুদউল্লাহ। প্রথমে সাধারণ জ্বর ভেবে বিশ্রামে থাকলেও পরবর্তীতে ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামীর হাসপাতালের একটি ছবি শেয়ার করে তার জন্য দোয়া চান।
তিনি লেখেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।
আরও পড়ুন: ম্যাচ না জিতলে ফিফটির কোনো দাম থাকে না: তামিম
ছবিতে দেখা যায়, হাসপাতালে বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ, পাশে স্ত্রী জান্নাতুল কাওসার। পোস্টটি ছড়িয়ে পড়ার পর ভক্তরা মন্তব্যের মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করেছেন তার জন্য।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও মাহমুদউল্লাহ রিয়াদ ঘরোয়া লিগে এখনো নিয়মিত অংশ নিচ্ছেন। সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে তিনি দুটি ম্যাচ খেলেছিলেন। তবে এরপরই ইনজুরিতে পড়েন এবং কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে।
ইনজুরি কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রিয়াদ। নিয়মিত রিহ্যাব সেশন করছিলেন এবং আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়ার পরিকল্পনাও ছিল তার। কিন্তু সেই প্রস্তুতির মধ্যেই নতুন বিপদে পড়লেন তিনি—ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ হলে তিনি বাড়ি ফিরে বিশ্রাম নেবেন এবং চিকিৎসকের অনুমতি পেলেই রিহ্যাব কার্যক্রমে ফিরবেন। সবকিছু ঠিক থাকলে বিপিএলের আগেই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
দীর্ঘ ক্রিকেটজীবনে বাংলাদেশের বহু ঐতিহাসিক জয় ও স্মরণীয় মুহূর্তে অবদান রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টগুলোতে তার দায়িত্বশীল ব্যাটিং ও নেতৃত্ব দেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে দিয়েছে।
বর্তমানে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও ঘরোয়া ক্রিকেটে তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। তার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দেশের ক্রিকেট মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্ত ও সতীর্থরা দ্রুত আরোগ্য কামনা করেছেন তার জন্য।
বিসিবি, সাবেক ও বর্তমান ক্রিকেটারসহ অসংখ্য ভক্ত মাহমুদউল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








