৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শনিবার (২৫ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে গোল করে তিনি পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ৯৫০ গোল করার কীর্তি গড়েছেন।
আল ফাতেহের বিপক্ষে ২-০ জয়ে দলের পক্ষে একটি গোল করেন রোনালদো, আর অন্যটি করেন তার সহদেশি জোয়াও ফেলিক্স। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, “দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আমি আনন্দিত। সব সময় আরও বড় অর্জনের ক্ষুধায় আছি।”
আইএফএফএইচএসের (IFFHS) পরিসংখ্যান অনুযায়ী, পেশাদার ফুটবলে রোনালদোর ধারে-কাছেও নেই কেউ। দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, যার গোলসংখ্যা ৮৯১, এবং তৃতীয় স্থানে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, যার পেশাদার গোল ৭৬২। তবে, পেলের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে থাকা মোট গোলসংখ্যা ১,২৮১-এ ক্লাবের অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ ও ট্যুরের গোলও অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জয় চাইছে বাংলাদেশ নারী দল
রোনালদো আগেই ঘোষণা দিয়েছিলেন, এক হাজার গোল না করে তিনি থামবেন না। ৯৫০ গোল স্পর্শ করে তিনি সেই লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








