অ্যাভাটারের নতুন সিরিজে মাইলি সাইরাস
পপতারকা মাইলি সাইরাস। ছবি: সংগৃহীত
হলিউডের কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজে এবার যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত পপতারকা মাইলি সাইরাস। আসন্ন চলচ্চিত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর জন্য তিনি একটি গান লিখেছেন ও গেয়েছেন, যার শিরোনাম ‘ড্রিম অ্যাস ওয়ান’।
মাইলি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “এই গানটি আমার জীবনের খুব কাছের। এটি শুধু সাউন্ডট্র্যাক নয়, বরং এক ধরনের নিরাময়—জীবনের ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ানোর গল্প।”
গানটি যৌথভাবে লিখেছেন মাইলি, মার্ক রনসন ও অ্যান্ড্রু ওয়ায়াট। প্রযোজনা সংস্থা টোয়েন্টি সেঞ্চুরি স্টুডিওস জানিয়েছে, গানটি ছবির মূল বার্তা—ঐক্য, পুনর্জন্ম ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা—উজাগর করবে এবং শেষ ক্রেডিটের সময়ে শোনা যাবে।
চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন সাইমন ফ্র্যাংগলেন। তিনি বলেন, “মাইলির কণ্ঠে এমন গভীর আবেগ আছে যা প্যান্ডোরার বিশ্বের আত্মার সঙ্গে মিল খায়। এটি শুধু গান নয়, এক অনুভব।”
আরও পড়ুন: আবার বাবা হতে চলেছেন রাম চরণ
নতুন কিস্তি মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর, যেখানে প্যান্ডোরার বিস্ময়কর জগত, মানব ও নাভি জাতির সংঘাত এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গভীরতা ফুটে উঠবে। বিশ্লেষকরা মনে করছেন, মাইলির গানটি সম্ভাব্য অস্কার মনোনয়নের দাবি রাখে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








