News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ২৫ অক্টোবর ২০২৫

গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার সনদে স্বাক্ষরকারী দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নয়া দিগন্ত আমাদের কাছে সংগ্রামের আরেক নাম। ফ্যাসিবাদী শাসনামলেও এই পত্রিকার সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন জাতি ভুলে যায়নি। ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, বিশ হাজারের বেশি মানুষ হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। জামায়াতে ইসলামী নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেককেই মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশবাসী এমন এক স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়, যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়— জনগণের ইচ্ছায় পরিচালিত। নয়া দিগন্ত সে লক্ষ্যে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।’

আরও পড়ুন: সব সম্প্রদায় নিয়ে ‘রেইনবো নেশন’ গড়তে চায় বিএনপি: মির্জা ফখরুল

তিনি ১৯৭৫ সালের বাকশাল আমলে সংবাদপত্রের স্বাধীনতা হরণের ঘটনাও স্মরণ করেন। বলেন, ‘তখন অনেক সাংবাদিক বেকার হয়েছিলেন, কেউ কেউ রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।’

শেষে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়া দিগন্ত পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়