২৬ প্রজাতির সাপের সন্ধান মিললো পিটাছড়া বনে
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পিটাছড়া বনে ২৬ প্রজাতির সাপের সন্ধান মিলেছে। এখানে বৃক্ষ ও লতাগুল্ম ৫০০ প্রজাতির এবং ১৭ প্রজাতির বাঁশ রয়েছে।
বনবিভাগ জানিয়েছে, ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে প্রায় সব সাপের প্রজাতি সংরক্ষিত। সংরক্ষিত সাপের প্রজাতি হত্যা বা পাচার করলে সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড ও ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
তবে উপস্থিতি বাড়লেও এলাকায় সাপের দর্শনে মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানান ‘পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ’ এর প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল। তিনি একে বিরল ‘মানুষ ও সাপের সহাবস্থান’ বলে বর্ণনা করেছেন।
পিটাছড়া বনে দীর্ঘদিন ধরে সাপ নিয়ে কাজ করছেন ‘স্নেক রেসকিউ টিম’ এর প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি।
তিনি বলেন, এখন পর্যন্ত পিটাছড়ায় দুধরাজ, বেতআছড়া, ঘরগিন্নি, ঝাউয়ের ঘরগিন্নি, হলুদ ছোপ ঘরগিন্নি, গ্রিন পিট ভাইপার, মক ভাইপার, ইন্দো-চীনা দাঁড়াশ, পদ্ম গোখরা, কৃষ্ণ কালাচ, শঙ্খনী, গ্রিন ক্যাট স্নেক বা সবুজ ফনিমনসা, টাউনি ক্যাট স্নেক বা খয়েরি ফনিমনসা, লাল গলা ঢোড়া, জলঢোড়া, ব্যান্ডেড কুকরী, লাউডগা, হেলে, চেরাপুঞ্জি কিলব্যাক, পাকড়া উদয় কাল বা হোয়াট ব্রাডেট কুকরি, রাসেলস কুকরি, ব্রাাহ্মণী দুমুখো সাপ, ডায়ার্সের দুমুখো সাপ, অজগর, কিং কোবরা ও দাঁড়াশের সন্ধান পাওয়া গেছে। ভবিষ্যতে হয়ত আরও প্রজাতি পাওয়া যাবে।
তিনি বলেন, “প্রকৃতির ‘ইকোলজিকাল ইন্ডিকেটর’ সাপের উপস্থিতি ও ভারসাম্যপূর্ণ পরিবেশের সহায়ক। কোনো বনে সাপের বৈচিত্র্যপূর্ণ উপস্থিতি থাকলে সে বনের প্রাণীদের সুষ্ঠু বাস্তুসংস্থান টিকে থাকে। পিটাছড়া প্রমাণ করে সঠিকভাবে বন ব্যবস্থাপনা করলে প্রকৃতিতে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব।”
আরও পড়ুন: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকেত
‘পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ’ এর প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল বলেন, “এখানে এখন বন দেখার জন্য গবেষক, বন্যপ্রাণী বিষয়ক আলোকচিত্রী, নির্সগ্রপ্রেমীরা প্রায় প্রতি সপ্তাহে আসেন। তারা বনে ঘুরে বেড়ান, রাতযাপনও করেন।
বনের ‘ইকো সিস্টেম’ ভালো থাকায় এত প্রজাতির সাপ দেখা যাচ্ছে বলে মনে করেন মাহফুজ রাসেল। তার ভাষ্য, “সাপ থাকায় এখানে সুষ্ঠু খাদ্যশৃঙ্খলা বা বাস্তুসংস্থান তৈরি হয়েছে। সাপ যেমন বিভিন্ন ক্ষতিকর প্রাণী খাচ্ছে। তেমনি সাপ খেয়ে ভেজী, শকুন, গুইসাপসহ অন্যান্য প্রাণী বেঁচে আছে।”
নিউজবাংলাদেশ.কম/এনডি








